• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
৩১ দফা নিয়ে মহালছড়িতে কেন্দ্রীয় ছাত্রদলের আগমন নেত্রকোনায় মানবকল্যাণ কামনা করে সূর্য পূজা উদযাপন রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বহুল কাঙ্খিত “সাঙ্গু বিলাস ছাত্রাবাস” উদ্বোধন করলেন -ব্রিগেডয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাঙামাটিতে বিশেষ অভিযানে রাইফেল, ম্যাগাজিন এবং গোলাবারুদ উদ্ধার লংগদুতে জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেড়াতে আসুন -পর্যটকদের জন্য মাসব্যাপী ছাড় আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়েছে – সাচিংপ্রু জেরী রাজস্থলীতে বিভিন্ন দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে গণ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান

রামগড়ে ভূমি বিরোধে কুপিয়ে হত্যা একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১৮২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৯ মে, ২০২৩

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে ভূমি বিরোধের জেরে কুপিয়ে নুুরুল হক ওরফে হকি কোম্পানী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। দণ্ড প্রাপ্ত সকলে পিতা ও পুত্র।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগড়ের লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান ও মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রাসেল পলাতক। বাকী সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্যমতে, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নিহত নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।

পার্বত্যকন্ঠ নিউজ/ইমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ