মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে ২৯শে মে সকাল ১১ ঘটিকায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন,স্মার্ট গভর্ন্যান্স,স্মার্ট ইকোনমিক,স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা, উক্ত কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা,ব্যাংক-বীমা কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয়নেতৃবৃন্দ,হেডম্যান-পাড়া কার্বারী,সুশীল জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ।
পার্বত্যকণ্ঠ নিউজ/ইমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত