লংগদু জোন উদ্যোগে মাইনীমুখ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয় ।
২৮ মে (রবিবার) সকালে লংগদু জোনে এ সহায়তা প্রদান করেন লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কামাল হোসেন কমল,
মাইনীমুখ বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সেক্রেটারী সাখাওয়াত হোসেন সোহেলসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অগ্নিকান্ডের মতো যেকোন ধরনের অনাকাংখিত দূর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য জোন কমান্ডার নির্দেশনা প্রদান করেন।
আর্থিক সহায়তা গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে গত ২৭মে ভোর রাতে মাইনীমূখ বাজারে অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ১০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত