জনসেবায় প্রশাসন, জনগণের পাশে সর্বক্ষণ' প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সার্বিক কাজের জন্য মার্চ ২০২৩ এর শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন দীঘিনালা থানার এসআই (নিঃ) মো. নুর উদ্দিন।
জনসেবায় আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করার স্বীকৃতি হিসেবে মার্চ ২০২৩ এর মাসিক কল্যাণ সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মো. নুর উদ্দিনকে এ সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে তাঁর অনুভূতির কথা জানতে চাইলে দীঘিনালা থানার এসআই মো. নুর উদ্দিন বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী মহোদয় সহ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেই সাথে এই উপজেলার সর্বস্থরের জনসাধারণকে। আমি দীঘিনালা থানায় যোগদান করার পর থেকেই নির্যাতিত মানুষের পাশে থেকে অপরাধীকে আইনের আওতায় এনেছি। আমার সার্বিক কাজের জন্য উপজেলার প্রতিটি মানুষ আমাকে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও যেন আমি এভাবে মানুষের কল্যানে কাজ করে যেতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি। এবং আমার এ অর্জনকে আমার সকল সহকর্মীদের উৎসর্গ করেছি।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা অতুল দাস, সহকারী কৃষি অফিসার সমর বিজয় চাকমা সহ বিভিন্ন উদ্ভাবনী ও জনবান্ধব সেবাদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত