ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ২০ পিস ইয়াবাসহ মো. বাবুল (৩৫), ও মো. ইউনূস (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার রাত ১১ টার দিকে চরমানিকা ৭ নম্বর ওয়ার্ডে মুসা মাঝির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ তাদের দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুসা মাঝির ছেলে ও গনি বেপারীর ছেলে।
আটককৃত দুইজনেই সম্পর্কে মামা- ভাগিনা বলে জানা গেছে।
দুই ইয়াবা ব্যবসায়ীকে ভোলা জেলা ডিবি পুলিশ আটক করেছে এর সততা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আটককৃত দুই জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে রোববার সকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত