খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক ২৮ মে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্যানেটারি প্যাড বিতরণ করা হয়েছে।
২৫ মে (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চবিদ্যালয়ের হল রুমে শতাধিক নারী শিক্ষার্থীর উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ২০৩০ সালের মধ্যে মাসিককে জীবনের স্বাভাবিক হিসেবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাসিক ও স্বাস্থ্যবিধি নিয়ে বক্তব্য প্রদান করেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী। পরবর্তীতে মাহমুদা বেগম লাকীর পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের মাঝে মাসিক ক্যাপ ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক সুইচিং অং মারমা, ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত