রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা একটি রুই মাছ বিক্রি হয়েছে প্রায় ২১হাজার টাকা। ঐ রুই মাছটির ওজন ছিল সাড়ে ৯ কেজি।
শনিবার (২০ মে) ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনার মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া মৎস্য আড়তদার নাটো মোল্লার জানান, দৌলতদিয়া ইউনিয়নের জেলে কৃষ্ণ হালদার মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় কিনে নেন।
দৌলতদিয়া ফেরি ঘাটের সুমাইয়া মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকারী মো. সোহেল মোল্লা বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ব্যাবসার জন্য আমি ২১০০ টাকা কেজি দরে ১৯হাজার ৯৫০ টাকায় ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ধর্নাঢ্য ব্যাবসায়ীর নিকট ২২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ টাকায় বিক্রি করে দেই। মাছটি বিক্রি করে আমার প্রায় ১ হাজার টাকার মতো লাভ হয়েছে। আমার কাছে এখন অনেক ভালো লাগছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত