খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গত (মঙ্গলবার) দিবাগত-রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় লারমা স্কয়ার বাজারের ক্ষতিগ্রস্ত ৭০ জন ব্যবসায়ী ও দোকানের মালিকদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন।
১৯ মে (শুক্রবার) বিকেলে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লারমা স্কয়ার বাজারে ভুক্তভোগী ৭০ জনের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ (পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান ও জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব।
এ সময় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ (পিএসসি) বলেন, আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবসময় এ অঞ্চলের মানুষের পাশে আছে। তারই ন্যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পেরে আমরাও আনন্দিত।
ভবিষ্যতে এ ধরণের দূর্ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে পরামর্শ, দিকনির্দেশনা দেন এবং যেকোনো সময় আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন সকলের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় উপকার ভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা সেনা জোন কর্তৃক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত