খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাস-টার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ার বাজারে গত (বুধবার) গভীর রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪ জন ব্যবসায়ীদের মাঝে এক বান করে ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা উপজেলা আ'লীগ।
১৮ মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় বাস-টার্মিনাল সংলগ্ন হোটেল একতা ইন'র সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন বিতরণ করেন উপজেলা আ'লীগের সভাপতি মো. কাশেম।
এ সময় উপজেলা আ'লীগের সহ-সভাপতি নিউটন মহাজন, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান, উপজেলা যুবলীগের সাংগঠিক সম্পাদক নয়ন দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা আ'লীগের সভাপতি মো. কাশেম বলেন, উপজেলা আ'লীগ ইতোপূর্বেও দূর্যোগে ও নানা সংকট কালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে ছিলো। আমাদের পক্ষ থেকে এমন সহযোগিতা কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।
এরআগে গতকাল (বুধবার) বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৭১ হাজার টাকা প্রদান করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত