প্রায় আট বছরেরও বেশী সময় পরে আগামীকাল বৃহস্পতিবার (১৮ মে) মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কাউন্সিলের উদ্বোধন করবেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।
কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সেল চেয়ারম্যন (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী। সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে গত কযেকদিন ধরেই মাটিরাঙ্গা পৌরসভার নয়টি ওযার্ডের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। কাউন্সিলমুখী হয়ে উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কাউন্সিলকে ঘিরে সাংগঠনিক কর্মকান্ডে নয়া মেরুকরণ লক্ষ্য করা গেছে।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে পদ প্রত্যাশীদের ব্যাপক তৎপরতা এখন শেষ পর্যায়ে। পদ প্রত্যাশীদের গন্তব্য এখন কাউন্সিলরদের দ্বারে দ্বারে। কাঙ্খিত ভোটটি নিজের পক্ষে আনতে সব রকমের চেষ্ঠা-তদবির চালিয়ে যাচ্ছেন তারা। কারা আসতে পারেন নেতৃত্বে তা নিয়েও চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ।
সংগঠনের প্রাণ হিসেবে বিবেচিত সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে এমনটাই বলেছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা। নেতৃত্ব নির্বাচন করবেন ওয়ার্ড ও মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিলরগণ।
সভাপতি পদে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, বর্তমান সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন এবং জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. হারুন মিয়া কাউন্সিলরদের কাছে ছুটছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ-সম্পাদক মো: নুরুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমরান হোসেন এ ওয়ার্ড থেকে ঐ ওয়ার্ডে ছুটে চলেছেন। তবে কাউন্সিলকে সামনে রেখে সভাপতি পদে চাচা-ভাতিজার প্রতিদ্বন্ধিতা জমে উঠেছে।
সর্বশেষ গেল ২০১৫ সালের ৩০ আগষ্ট মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে মো. হারুনুর রশীদ ফরাজী সভাপতি ও পৌর কাউন্সিলর মো: মো. আলাউদ্দিন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত