বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও গুলিতে সেনাবাহনীর দুই সৈনিক নিহত ও দুজন অফিসার আহত হয়েছেন।
গত মঙ্গলবার (১৬ মে) এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা আস্তানা গেড়েছে। পরে সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর মনোয়ারের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার সেখানে রওয়ানা দেয়। টহল দলটি জারুলছড়ি পাড়ার পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে ১টা ৫৫ মিনিটে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলি করা শুরু করে।
এতে দুজন সেনা অফিসার আহত ও দুজন সৈনিক নিহত হন। তাৎক্ষণিক হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। বর্তমানে আহত দুই অফিসার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেনা সদস্য হলেন ২৮ বীরের সৈনিক তৌহিদুল ইসলাম (২০) ও সৈনিক আলতাব হোসাইনন(২৪) এবং একই ঘটনায় আহত ২ সেনা কর্মকর্তা হলেন, ২৮ বীরের মেজর মোহাম্মদ মনোয়ার হোসেন(৩২), ক্যাপ্টেন মোঃ ইশতিয়াক আহমেদ সৈকত(২৪)। তারা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
একই ঘটনায় কেএনএ এর বেশ কয়েকজন আহত হলেও তাদের অনেককে সীমান্তের ওপারে বার্মিজ অংশে পাঠিয়ে দেয়া হয়েছে। অভিযান এখনো চলমান থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
আইএসপিআর আরও জানায়, সাম্প্রতিক সময়ে কেএনএ সন্ত্রাসীরা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীনে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন।
দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনাসদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সেনাবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত