মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের স্টেশন সংলগ্ন লারমা স্কয়ার এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে খাবার হোটেল, কুলিংকর্ণার, হার্ডওয়ার, ইলেকট্রনিক্সের দোকান সহ মোট ৫৩ টি ব্যবসা প্রতিষ্ঠান সকল মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৬ মে (মঙ্গলবার) দিবাগত-রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ইলেকট্রনিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় সুভাষ মজুমদার, মোহর্ত চাকমা সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, হঠাৎ গভীর রাতে আগুন জ্বলতে দেখলে তাৎক্ষণিক দীঘিনালা ফায়ার স্টেশনকে অবগত করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, দীঘিনালা সেনা জোনের প্রতিনিধি দল, দীঘিনালা থানা প্রতিনিধি দল, উপজেলা প্রশাসন সহ স্থানীয় লোকজনের সহযোগিতায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এবিষয়ে দীঘিনালা ফায়ার স্টেশন কর্মকর্তা, পংকজ বড়ুয়া জানান, রাত ১ টা ১৫ মিনিটে ফোন আসলে তাৎক্ষণিক দীঘিনালা স্টেশন থেকে দু'টি এবং পরবর্তীতে জেলা সদর থেকে দু'টি সহ মোট চারটি ইউনিটের চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
লারমা স্কয়ার সংলগ্ন বাজার পরিচালনা কমিটির সভাপতি ২ নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা প্রশাসন বরাবর দরখাস্ত দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে নগদ আর্থিক অনুদান প্রদান করা হবে। এবং জেলা প্রশাসক খাগড়াছড়ি বরাবর দরখাস্ত করা হবে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
পার্বত্ কন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত