মহালছড়িতে সরকারি কলেজ হলরুমে জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক(পিপিএম) প্রধান অতিথির উপস্থিতিতে ১৫মে সোমবার ২০২৩ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।
সেই সাথে আরো বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, পুলিশিং কমিউনিটির উপজেলা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান পাটোয়ারী।
উক্ত কার্যক্রমে মহালছড়ি সরকারি কলেজ স্টুডেন্ট কমিউনিটি পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক মোঃ সুমন মিয়া, সদস্য সচিব অনন শীল।
উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান ও সভাপতিত্ব করেন মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম চৌধুরী।
সভার মূল উদ্দেশ্য শৃংখলা নিরাপত্তা প্রগতি'র স্লোগানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকসহ যেকোন ফৌজদারি অপরাধ প্রতিরোধের লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করা হয়েছে।
সভার শুরুতে পবিত্র গ্রন্থ কোরআন, পবিত্র গীতা, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করানো হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত