গত ১২ ডিসেম্বর মাগুরার সদর উপজেলায় কুচিয়ামোড়া গ্রামের প্রতিবন্ধীদের বিশেষায়িত স্কুল তুষ্টলাল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। রান ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৬ জন শিক্ষককে একমাস কালীন প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের আরো ভালোভাবে বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদান করতে পারবেন। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিষ্ণুপদ রায় বলেন " স্কুলের শিক্ষকদের ও শিক্ষার মান উন্নয়নে আমরা সব সময় অগ্রাধিকার দিয়ে থাকি। সরকারি সহায়তা পেলে ও এমপিওভুক্ত হলে স্কুলটি প্রতিবন্ধীদের স্বপ্নের স্কুলে পরিণত হবে" । উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে রান ডেভলপমেন্ট সোসাইটির মহাসচিব গাউছুল আজম উপস্থিত ছিলেন, তিনি বলেন " সায়মা ওয়াজেদ পুতুলের আদর্শ ধারণ করে তুষ্টলাল অটিস্টিক বিদ্যালয়টি মাগুরার প্রথম সারির মানসম্মত একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিণত হয়েছে, তুলনামূলকভাবে স্বল্পআয়ের কুচিয়ামোড়া ইউনিয়নে এই বিদ্যালয়টি প্রতিবন্ধীদের জন্য একটি প্রদীপ শিখা।" উল্লেখ্য তুষ্টলাল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৪৫০ এর অধিক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রান ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক,রেজোউল করিম,গোপালগ্রাম ইউ পি চেয়ারম্যান নাজমুল হোসেন রাজিব, মাগুরা জেলা আ,লীগের যুবও ক্রিড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, ট্রেনিং কো অর্ডিনেটর আয়শা সিদ্দিকা, পরিচালক রান গ্রুপ সাফিনুর রহমান,রান ডেভেলপমেন্ট সোসাটির সহধর্মনী মহসচিব মিষ্টি আহম্মেদ, ইউনিয়নের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা তুষার ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে প্রতিবন্ধিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত