খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে দুই হাজার ৪শত ১২ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৩৩) নামে এক মাদকারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
কামাল হোসেন কক্সবাজারে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বড়বাড়িয়া নামক এলাকার মৃত দিল মোহাম্মদ এর ছেলে।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় গেইটের সামনে থেকে তাকে আটক করা হলেও আজ বিকালে আটকের বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া'র দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টহল চলাকালীন কামালের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে দুই হাজার ৪শত ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও পাচার করে আসছে বলে স্বীকার করেছে মো. কামাল হোসেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত