বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৬ মে ২০২৩ইং) বিকেল ৪টায় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি বাইশফাঁড়ী বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে টহল চালিয়ে কমান্ডার নায়েক মোঃ মোশফিকুর রহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া এলাকায় আমবাগান নামক স্থানে মালিক বিহীন অবস্থায় মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ জব্দ করতে সক্ষম হয়।
শনিবার সন্ধ্যায় বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৩৪ বিজিবি। বিজ্ঞপ্তিতে জানা যায়,
অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক কারবারিরা । এতে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পাচার কারী ধরতে অভিযান চলমান রয়েছে।
আরও জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য গুলো কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তে জমা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এসময় উদ্ধারকৃত মাদকদ্রব্য বিরুদ্ধে মামলা রুজুর করার প্রক্রিয়া চলছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত