খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের অধীনস্থ ৫ একর এলাকায় একদল পাহাড়ি সন্ত্রাসীদের সমর্থনে একদল পাহাড়ি পরিবার কর্তৃক গত ৪ মে (বৃহস্পতিবার) রাতের অন্ধকারে বাঙালির মালিকানাধীন জমিতে মাচাংঘর তুলে অবৈধভাবে দখলের চেষ্টা করে।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারি পাহাড়ি পরিবারগুলোকে জিজ্ঞাসাবাদ করলে জমি সংক্রান্ত কোনো বৈধ মালিকানা ও কাগজপত্র তাঁরা দেখাতে পারেনি তাঁরা।
পাহাড়ি পরিবারগুলোর জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে জানাযায়, তাঁরা কেহ মহালছড়ি উপজেলার বাসিন্দা নয়। তারা পঙ্খী মোরা, পানছড়ি, রাঙামাটির নানিয়ারচর সহ অনান্য এলাকা থেকে এসে অবৈধভাবে বাঙালির মালিকানাধীন জমিতে ঘর তোলার চেষ্টা করেন।
সে স্থানে অবস্থান নেয়া পাহাড়ি পরিবারগুলো জানায়, স্থানীয় কিছু লোকজন তাঁদেরকে এখানে নিয়ে এসেছে। কারা তাঁদেরকে নিয়ে এসেছে এবিষয়ে জানতে চাইলে কোনো ব্যক্তিদের নাম বলতে পারেনি তাঁরা। তাঁদের মধ্যে অনেকেই জানায়, জোর করে তাঁদেরকে এখানে নিয়ে আসা হয়েছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলে জানাযায়, পাহাড়ি একদল সন্ত্রাসীদের সমর্থনে তাঁরা এখানে এসে বসবাসের জন্য চেষ্টা করছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আরো জানান, একদল পাহাড়ি জাল কাগজপত্র তৈরির মাধ্যমে বাঙালির মালিকানাধীন (কবুলিয়াত) জমিতে সরকারি আবাসন প্রকল্পের ঘর বরাদ্দ নেয়ার চেষ্টা করছে।
পরবর্তীতে পাহাড়ি পরিবারগুলোকে স্থানীয় ইউপি সদস্য ও হেডম্যানের উপস্থিততে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে আরো জানাযায়, গত বছরেও একইভাবে একদল পাহাড়ি সন্ত্রাসীদের সমর্থনে একদল পাহাড়ি পরিবার দক্ষিণ জয়সেনপাড়া এলাকায় অন্যের মালিকানাধীন জমিতে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করেছিলো।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত