ধান কাটার শ্রমিক সংকট ও তীব্র গরমে পাকা ধান কাটা নিয়ে দিশেহারা প্রান্তিক কৃষক। এমন অবস্থায় বাঘাইছড়ি উপজেলার জীবতলী এলাকায় ৪০ শতকের বেশি জমির পাকা ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়ালেন বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কাচালং সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাচালং কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ তমিজ উদ্দিনের নেতৃত্বে স্থানীয় কৃষক মোঃ হাবিব উল্লার জমির ধান কাটায় অংশগ্রহণ করে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা।
কৃষক হাবিব উল্লাহ বলেন, আমি জমিন চাষ করতে অনেক কষ্ট করেছি পানির সংকট ছিলো একা চাষ করেছি এখন ধান কাটার সময় শ্রমিক পাওয়া যাচ্ছেনা একজন শ্রমিক ৮ থেকে ৯ টাকা চাচ্ছে যা আমার জন্য অসাধ্য। আমার কঠিন মুহুর্তের কথা কাচালং কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনকে জানালাম এবং সে আজ তার নেতাকর্মীদের নিয়ে এসে আমার জমির ধান কেটে দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার আজ আনন্দের দিন।
কাচালং কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ বলেন, মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দিক নির্দেশনায় দেশের যেকোন জায়গায় প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা তারই ধারাবাহিতায় আজ বাঘাইছড়িতে প্রান্তিক কৃষক হাবিব উল্লার ৪০ শতকের বেশী জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলাম আজ, শুধু আজ নয় বাঘাইছড়ি উপজেলায় যদি আরো কৃষকের প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত আছি।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত