• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুক স্ট্যাটাস কলেজ ছাত্রের, কর্ণফুলী নদীতে মিলল মরদেহ খাগড়াছড়িতে সংঘাতের জেরে সহিংসতা ও নাশকতা রোধে ১৪৪ ধারা জারি রুখতে হবে ষড়যন্ত্র- আলমগীর কবির গোয়ালন্দে অটোরিকশা সহ চোর চক্রের প্রধান আটক জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বান্দরবানে জলবায়ু ধর্মঘট রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে সহিংস ঘটনায় নিহত ৩- আহত ৯ খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার” 

মহেশখালীতে দলীয় ছত্রছায়ায় প্যারাবন নিধন, ২২ কোটি ৬১ লক্ষ ক্ষতি, বন আইনে ৩টি মামলা দায়ের

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ১৬৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩

কক্সবাজারে মহেশখালী হোয়ানকের অমাবইশ্যাখালী মৌজায় সরকারী প্যারাবন কেটে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল ও জীববৈচিত্র্য হুমকির অমাবশ্যাখালী মৌজার বন বিভাগের রেকর্ডভুক্ত ৫৫০ দাগের ভূমিতে বন বিভাগ কর্তৃক সৃজিত ম্যানগ্রোভ বন বাগান বিদ্যমান ছিল, তা নিধনের এ দায়ে দুই মাসে বন বিভাগে তিনটি মামলা দায়ের করার পরেও প্যারাবন কেটে উজাড় করছে হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ শামীম ও বিএনপির নেতা এরশাদুল ইসলামের নেতৃত্বে দফায় দফায় প্যারাবন নিধন করার উদ্দেশ্যে সঙ্গবদ্ধ প্রভাবশালী ভূমিদস্যুর ছত্রছায়ায় প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরির মহোৎসব চালানোর দায়ে ঝাপুয়া বন বিট কর্মকর্তা এইচ এম মাহমুদুল হাসান দাবী হয়ে তিনটি মামলায় ৩৮ জন নামে উল্লেখ্য ও আরো অজ্ঞাত আসামি রয়েছে, বিষয়টি নিয়ে মহেশখালী রেঞ্জ এর কর্মকর্তারা অভিযান চালিয়ে কয়েক দফায় স্কেভেটার দিয়ে তাদের বানানো ঘেরের বাঁধ কেটে দেয়। এদিকে বন বিভাগের মামলা কে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে চলতি মাসে ২য় দফায় প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরি করার সংবাদ পেয়ে ঝাপুয়া বিটের বিট কর্মকর্তা মাহাবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরির কার্যক্রম বন্ধ করে দিলে ও বিকাল বেলায় বিপুল পরিমাণ শ্রমিক দিয়ে কার্যক্রম বীরদর্পে বন ভূমি অবৈধ দখলের ঈদের পরেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রেও জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে জানান, রাতের বেলায় এখনও ধীরগতিতে চিংড়ি ঘের তৈরির কাজ চলছে। তাদের শঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে চক্রটি ১০০ হেক্টর বন ভূমি দখল করে অবৈধভাবে চিংড়ি ঘের করে ফেলবে। প্রথম দফায় হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ শামীমের নেতৃত্ব প্যারাবন কেটে উজাড় করা হলেও, দ্বিতীয় দফায় হোয়ানক ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী নেতৃত্ব যুবনেতা আব্দুল মতিন, মোহাম্মদ সিকদার, আবদুস ছালাম, সোমলত মাহমুদ কলি, মোহাম্মদ আমিন, শাহাদত কবির শাহাদাত, নাজেম উদ্দীন নাজু, ছদর আমিন, ইসহাক, পেঠন আলী, আব্দুল জব্বার, আব্দুল্লাহ আল মামুন, আবদুল করিম, আমির হোসেন, আকতার হামিদ, মারুফুল হক, সাইফুল ইসলাম, মকসুদ, জাকির হোসেন, মোহাম্মদ আলম, তারেকুল ইসলাম, আহসান উল্লাহ, মোহাম্মদ বেলাল, খুলু মিয়া, আনছার উল্লাহ,জসিম উদ্দিন, কফিল উদ্দিন, ইমরুল কায়েস মানিক, মনু মিয়া, মুজিবুল হক, জিয়াবুল হক, এরশাদ, তৌহিদুল ইসলাম, রুহুল কাদের বাদশা, শহিদুল ইসলাম সোহেল, এমদাদুল ইসলাম রাসেল, রুবেল, মোস্তাক আহমদ, রফিক উদ্দিন, শাহ নেওয়াজ রুবেল, আতাহার উদ্দিন, মোস্তফা কালাম বকুল, রমিজ উদ্দিন বাদশা, ওবাইদুল হোসেন, হাজী আব্দুস শুক্কুর, রহমত আলী’সহ প্রভাবশালী ভূমিদস্যুর ছত্রছায়ায় রয়েছে আরো অনেকে, গত ঈদের আগেই দ্বিতীয় দফায় ধীরগতিতে চিংড়ি ঘের তৈরির কাজ চালিয়ে বন ভূমি দখল করে অবৈধভাবে চিংড়ি ঘের নির্মানের দায়ে আরো একটি মামলা রেকর্ডে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মহেশখালী রেঞ্জ কর্মকর্তা।

অন্যদিকে ৩টি মামলার বিষয়ে ফিরোজ ওয়াহিদ শামীম, শাহাবুদ্দীন ও এরশাদুল ইসলাম লোক মুখে বলে বেড়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করছে বনবিভাগ, এই বিচার মহান আল্লাহ পাক রাব্বুল আলামের কাছে দিয়েছি আমার কিছুই করার নেই।

এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন প্রতিনিধি’কে জানান, নতুন ভাবে প্যারাবন কাটার কোন সংবাদ পাইনি, খোঁজ নিচ্ছি, জড়িতদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মহেশখালী প্যরাবন রেঞ্জ এর কর্মকর্তা আনিসুর রহমান জানান,ভূমিদস্যু গংদের বিরুদ্ধে পরপর ৩টি মামলা রজু হয়েছে। অভিযানের পরিবর্তী পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ