আজ সোমবার (১লা মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে বর্ণ্যাঢ্য র্যালি বের করে, অপর দিকে বিকাল ৪ টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জাতীয় শ্রমিকলীগ মহেশখালী উপজেলা শাখার আহবায়ক আব্দুস শুক্কুর এর নেতৃত্বে বর্ণ্যাঢ্য র্যালি বের করে। একি দলের উভয়
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক এম জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রথম পৌর প্রশাসক এম আজিজুর রহমান বিএ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফোরকন বিএ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক এহসানুল করিম, উপজেলা মহিলা লীগের সভাপতি মশরফা জন্নাত, পৌর মহিলা লীগের সভাপতি অনিকা আকতার রুমা, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাকের উল্লাহ, ধলঘাট ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক ফজল কাদের, সদস্য সচিব জসিম উদ্দিন জসু, ছোট মহেশখালী ইউনিয়ন শ্রমিকলীগের জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলম, এনামুল হক, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও উপজেলা শ্রমিক লীগের উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৪ টায় এক বর্ণ্যাঢ্য র্যালি বের করে মহেশখালী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়, জাতীয় শ্রমিকলীগ মহেশখালী উপজেলা শাখার আহবায়ক আব্দুস শুক্কুর নেতৃত্বে ও সদস্য সচিব রিপন উদ্দিন রিপনের বিপ্লবী শ্লোগানে বিশাল বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, আব্দুর রশিদ ,মোঃ ইসহাক, সদস্য, কালাম শরীফ, আক্কাস বাঙ্গালী, জয়নাল আবেদীন, একরাম ছোট মহেশখালী, সাদ্দাম হোসেন, এসএম নুরুল হক, সাহাব উদ্দিন, আব্দুর রহিম লক্ষী, আব্দুল হাকিম, মোঃ ইউনুচ, মোঃ শহিদুল ইসলাম, আজিজুল হক, মোস্তাক মিয়া, মোঃ কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, হারুন সওদাগর, মোঃ জহির সোনা মিয়া, বাদশা মিয়া, হেলাল উদ্দিন, সিরাজুল হক, হামিদুল ইসলাম হামিদ, গোরা মিয়া, মোঃ ইসমাইল, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আশরাফ, এবাদুল্লাহ, সালা উদ্দিন, বাহাদুর আলম, আবুল কাসেম, নেছার আহাম্মদ, মোঃ জালাল, এরশাদ উল্লাহ, মোঃ রোকন শহিদুল ইসলাম সুমন, আব্দুল গফুর উপস্থিত থাকলেও প্রথম সারির উপজেলা আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল না।
শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকলীগ নিয়মিত সোচ্চার। শ্রমিকদের ঘামের শ্রম মজুরি আদায়ের লক্ষ্য গ্রুপিং রাজনীতির কারণে শ্রমিকলীগের সংগঠন স্ব-স্ব ব্যানারে র্যালীতে ব্যবসায়ী, সাধারণ মানুষের ও রাজনৈতিক অঙ্গনে মাঝে চুল ছেড়া বিশ্লেষণ আলোচনা ঝড় তুলেছে মহেশখালীতে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস