রাঙামাটি কাঠ বাহক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দিন ও দপ্তর সম্পাদক পদে নুরুল ইসলাম কে হারিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রানা পাল ও মোঃ আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে সন্ধায় ফলাফলে দেখা গেছে, সাধারণ সম্পাদক পদে রানা পাল (গোলাপ ফুল) মার্কায় ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বোরহান উদ্দিন (আনারস) মার্কায় পেয়েছেন ৫৯ ভোট।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর হোসেন (বাইসাইকেল) মার্কায় ১০১ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল ইসলাম (বই) মার্কায় ২৭ পেয়েছেন ৫৯ ভোট।
অন্যদিকে কাঠ বাহক সমিতির নির্বাচনে সভাপতির পদে মোঃ শরীফ উল্লাহ স্বপন (চেয়ার), সহ-সভাপতির পদে শেখ মোঃ ইলিয়াস কালু (মাছ), যুগ্ন সম্পাদক পদে মোঃ নাহিদুল ইসলাম (টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে মোঃ জসিম উদ্দিন (টেবিল), কার্য্যকরি সদস্য পদে মোঃ আব্দুল সাত্তার (মই), মোঃ জামাল উদ্দিন (কলসি), শেখ আহমেদ (আপেল) সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন হাজী মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য হিসেবে ছিলেন মোঃ সোলায়মান ও অরুণ কান্তি রক্ষিত।
রাঙামাটি কাঠ বাহক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে বিজয়ী ও নবনির্বাচিত পরিষদ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাঠ ব্যবসায়ী নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। নবনির্বাচিত পরিষদ সংগঠনের সকলের আশা-আকাঙ্খা পূরণে কাজ করবেন বলে সকলের প্রত্যাশা।