জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ-বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের রাঙামাটি জেলা লিগ্যাল এইড’র সেরা প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত হয়েছেন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম মিঞা।
শক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সহকারী জজ মো: জুনাঈদ জেলা লিগ্যাল এইড’র সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শফিউল আলম মিঞার নাম ঘোষণা করেন। পরবর্তীতে রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম সেরা প্যানেল আইনজীবী হিসেবে শফিউল আলম মিঞার হাতে একটি সম্মাননা স্মারক হাতে তুলে দেন।
এসময় রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী জজ মো: জুনাঈদের সঞ্চালনায় সভায় প্রধান অতিতি হিসেবে খ্যাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক জেলা ও দায়রা জজ এইএম ইসমাইল হোসেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবু হানিফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, রাঙামাটি সিনিয়ির জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার, রাঙামাটি সদর উপজলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা আইনজীবি সমিতিরি সভাপতি রফিকুল ইসলামসহ আদালতের সকল পর্যায়ের বিজ্ঞ বিচারক, কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞ প্যানেল আইনজীবী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা কারাগার, তথ্য অফিস, লিগ্যাল এইড এর উপকারভোগী এবং বিভিন্ন এনজিও সমূহের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত