বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী হাতিয়ায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিবসটি উদযাপন উপলক্ষে আইন ও বিচার বিভাগের উদ্যোগে হাতিয়া উপজেলা সহকারী জজ আদালতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আদালতের সামনে পায়রা উড়িয়ে,এরপর আদালত চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্তরে গিয়ে শেষ হয়। পরে এজলাস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ লিগ্যাল এডই কমিটির চেয়ারম্যান
ও সিনিয়র সহকারী জজ শিশির কুমার বসুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃকায়সার খসরু , সিনিয়র জুড়িসিয়ান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, হাতিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সাজ্জাত হোসেন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মমতাজ বেগম লাভলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিচারক, আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত