সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১৭১ পিস ভারতীয় শাড়ি ও ৩২৪ পিস থ্রিপিছ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র ৪০, খেদাছড়া (পলাশপুর জোন) ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ৪০, বিজিবি‘র পলাশপুর জোনের অধীনস্থ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চালিতাছড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ী আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চালিতাছড়া বিওপি’র বিওপি কমান্ডার না. সুবে. মো. রমজান আলী‘র নেতৃত্বে বিজিবি‘র একটি বিশেষ টহল দল পশ্চিম চালিতাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে বিজিবি টহল দল ঘটনাস্থল হতে পরিত্যক্ত অবস্থায় ১৫টি বস্তাভর্তি ১৭১ পিস ভারতীয় শাড়ী ও ৩২৪পিস থ্রিপিছ উদ্ধার করে।
চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ৪০, খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, এসব ভারতীয় শাড়ী-থ্রিপিছ 'ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে' সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ভারতীয় শাড়ী ও থ্রিপিছের আনুমানিক বাজার মুল্য ২৭ লক্ষ টাকা বলেও জানান তিনি।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত