বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় স্থানীয় উপজাতীয় দুই সশস্ত্র গ্রুপের বন্দুক যুদ্ধের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫টার দিকে তাদের গোলাগুলি শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমার দুর্গম মুয়ালপি পাড়ায় ভোরে হঠাৎ ইউপিএফ গণতান্ত্রিক ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর মধ্যে গোলাগুলি শুরু হয়। থেমে থেমে দুপুর পর্যন্ত এ গোলাগুলি চলে।
এ ঘটনায় কেএনএফের তরফে ১জন নিহত ও ইউপিডিএফ গণতান্ত্রিকের তরফে ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কেএনএফের তরফে নিহত সদস্যের নাম- পানো বম, পিতা- লাল জটলাং বম, মাতা- সাম রেম বম। তিনি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পানখাইয়্যা পাড়ার বাসিন্দা।
অপরপক্ষে ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষে আহত ব্যক্তির নাম- নিরন চাকমা। তিনি বান্দরবানের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন বলে জানা গেছে। এ বন্দুক যুদ্ধের পর কেএনএফ মুয়ালাপি পাড়া থেকে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্তের দিকে চলে গেছে বলে জানা যায়।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ইউপিএফ গণতান্ত্রিক ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।
এদিকে বুধবার ভোরে বড়থলি ইউনিয়নের গঙ্গাছড়া এলাকায় কেএনএফ ও জেএসএস সন্তু গ্রুপ মুখোমুখি হয়ে পড়লে তাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে। এঘটনায় ব্যাপক হতাহতের খবর শোনা গেলেও কোনো তরফে নিশ্চিত করা যায়নি।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোরে পাইন্দু ইউনিয়নের মুয়ালাপি পাড়ার এলাকায় কেএনএফ সশস্ত্র সদস্য বনাম গনতান্ত্রিক ইউপিডিএফ এর মধ্যে গুলাগুলির পর বর্ডার দিকে পালিয়ে যাচ্ছিল কেএনএফ সদস্যরা। তখন জেএসএসের কমান্ডো গ্রুপ গঙ্গাছড়া উপর দিকে অবস্থান করছিল। কেএনএফ সদস্যরা রাতে পালাতে গিয়ে গঙ্গাছড়া এলাকায় ঢুকে পড়ে। এসময় তাদের মধ্যে ব্যাপক বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত