জব্দকৃত আইসের আনুমানিক মূল্য প্রায় ১০৫ কোটি ৪৫ লাখ টাকা।যা এ পর্যন্ত জব্দকৃত চালানের সর্ববৃহৎ চালান বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান পরিচালনা করে আইসসহ মাদক কারবারি বুজরুখ ও তার দুই সহযোগীকে আটক করে। আটক বুজরুখ মিয়া (২৮) বালুখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।
এ ঘটনায় আটক তার দুই সহযোগী হলেন বালুখালীর আব্দুশ শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) ও পালংখালীর আবুল মণ্ডলের ছেলে ছৈয়দুল বশর (৪০)।
এ ঘটনায় ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪বিজিবির আওতাধীন পালংখালী বিওপির একটি দল বিওপির আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচার চক্রের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায়। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত