খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ের অনাথ শিশুদের জন্য প্রতিটি বিদ্যালয়ে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
স্কুলগুলি হলো উপজেলার, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি মুখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রেংকার্য্য উচ্চ বিদ্যালয়, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা, কামাকুছড়া উচ্চ বিদ্যালয়, ক্ষেত্রপুর জুনিয়র স্কুল, কবাখালী আলআমিন বারিয়া ইবতেদায়ী মাদ্রাসা, জারুলছড়ি হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বাবুছড়ামুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
দাতা সংস্থা পেনি আপিলের আর্থিক সহায়তায় তৃণমূল উন্নয়ন সংস্থা 'সফল' বাংলাদেশে অনাথ শিশুদের আজীবন সাফল্যের জন্য সমন্বিত সহায়তা প্রকল্পের নামে এ প্রকল্পটি ২০২১ সালের অক্টোবর থেকে জেলার দীঘিনালা ও লক্ষীছড়ি উপজেলায় বাস্তবায়ন করে আসছে।
তারই অংশ হিসেবে ২৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি বিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম।
দীঘিনালার বিভিন্ন বিদ্যালয়ের ৩৩৫ জন প্রকল্পভুক্ত অনাথ শিশুকে প্রতি মাসে এক হাজার টাকা করে উপবৃত্তি প্রদান চলমানসহ মোট পাঁচটি ফলাফল (কম্পোনেন্টের) উপর কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তৃণমূল উন্নয়ন সংস্থা।
ফলাফলসমূহ হলো, মানসম্মত শিক্ষা, অনাথ পরিবারের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য ও সুস্থতা, সামাজিক নিরাপত্তা এবং শিশু সুরক্ষা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত