২১ এপ্রিল সকাল ১০টায় তিন শতাধিক স্থানীয় লোকজনের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে রয়েছে, লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি, কিচমিচ, দুধ, ডাল, তৈলসহ ১১ প্রকার ঈদ সামগ্রী। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের কাজের অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা এমন উদ্যেগ গ্রহন করেছি। সামনে ঈদ এই ঈদের আনন্দ সাধারণ জনগনের সাথে ভাগাভাগি করার জন্যর ক্ষুদ্র একটি প্রচেষ্টা গ্রাহন করেছি। আমাদের এমন কার্যক্রমে এখানে আশা লোকজনের কিছুটা হলেও ভারতি আনন্দ দিবে।
এসময় উপস্থিত ছিলেন- মহালছড়ি সেনা জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইঁয়া পিএসসি, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান প্রমূখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত