প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২০, ৪:৪৫ এ.এম
খাগড়াছড়িতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রী রীনা আক্তারকে শ্বাসসরোধ করে হত্যার অভিযোগে স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রীনা আক্তারের পিতা আব্দুর রহিম তার মামলার আর্জিতে বলেন, যৌতুকের জন্য প্রায় জামাল উদ্দিন স্ত্রী রীনা আক্তারের উপর নির্যাতন চালাতো। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে জামাল উদ্দিন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি ঘটে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা পৌরসভার কাজী নগরে।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত