• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

গোয়ালন্দে হালখাতায় ব্যাবসায়ীদের গরু উপহার দিয়ে প্রশংসা কুড়োলেন আড়ৎদার

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধি: / ২৮৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে হালখাতায় ব্যাবসায়ীদের মধ্যে দুইটি গরুসহ আর্কষণীয় বিভিন্ন পুরস্কার দিয়ে আলোড়ন তুলেছেন মাছের আড়ৎদার বাদল বিশ্বাস।

জানা গেছে, পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় গোয়ালন্দ বাজারস্হ্য বাদল বিশ্বাস তার মাছের আড়তে বিগত বছরগুলোর ন্যায় পাইকারী ব্যবসায়ীদরে নিয়ে কুপনের মাধ্যমে লটারি পরিচালনা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন।
এতে লটারি বিজয়ী একজন এবং সারা বছর ভালো লেনদেন করেছেন এমন আরেকজন ব্যাবসায়ীর হাতে একটিসহ মোট দুইটি বাছুর গরু উপহার হিসেবে তুলে দেয়া হয়। এছাড়া লটারিতে অংশগ্রহনকারী ৪১ জন পাইকারি ব্যাবসায়ীর প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় আকর্ষনীয় বিভিন্ন পুরস্কার। এ বছর ভালো লেনদেনের জন্য নিজাম শেখ একটি এবং লটারি জিতে শ্যামল বিশ্বাস নামের অপর এক ব্যাবসায়ী পান অপর গরুটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির পলাশ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক খোকন শেখ, গোয়ালন্দ প্রসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান প্রমূখ।
এ বিষয়ে ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া বলেন, হালখাতা বকেয়া টাকা উঠানোর জন্য আমাদের একটা অতি পুরোনো রেওয়াজ। এতে অধিকাংশ আড়ৎদার বা মহাজন শুধুমাত্র নিজেদের বকেয়া টাকা উঠানোর দিকেই মনোযোগী হয়ে থাকেন। কিন্তু বাদল বিশ্বাস তার বকেয়া টাকা উত্তোলনের পাশাপাশি অন্তত দুইজন ব্যাবসায়ীকে স্বাবলম্বী করার দিকে মনোযোগী হয়েছেন। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ।
এ বিষয়ে আঃ হালিম শেখ, শামসু শেখ, শাহিন শেখসহ কয়েকজন পাইকারি ব্যাবসায়ী বলেন, তাদের অধিকাংশ ব্যাবসায়ীর নগদ ভালো পুঁজি নেই। প্রতিবছর দুটো করে বাছুর গরু লালনপালন করে তাদের অন্তত দুইজন ব্যাবসায়ী এককালীন একটা বড় পুঁজি গড়ে তুলতে পারছেন। ব্যাবসার আয় দিয়ে আসলে এটা করা তাদের পক্ষে খুবই কষ্টকর। এই উদ্যোগ তাদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করছে।
আড়ৎদার বাদল বিশ্বাস বলেন, ব্যাবসা করে আমার নিজের ভালো থাকাটা যেমন গুরুত্বর্পূণ, তেমনি আমার পাইকারদেরকে ভালো থাকতে সাহায্য করাও আমার দায়িত্ব। বিগত ১০ বছর ধরে তিনি এটা করছেন। এর মাধ্যমে তিনি এবং তার ব্যাবসায়ীরা উভয়েই ভালো আছেন।

তিনি আরো জানান, ইতিপূর্বে তার দুইজন ব্যাবসায়ী এখান থেকে গরু পেয়ে তা লালন পালনের মাধ্যমে বর্তমানে ৪/৫ টি গরুর মালিক হয়েছেন। বাড়িতে গড়ে তুলেছেন গরুর ছোট-খাটো খামার। অনেকে গরু বড় করে বিক্রির মাধ্যমে ভালো পুঁজির মালিক হয়েছেন।

রনি/পক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ