রাঙামাটির লংগদুতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মাইনী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী। শনিবার (১৫ এপ্রিল) সকালে গাঁথাছড়া মোহাম্মদীয়া পাড়া নিজ বাড়িতে স্থানীয় শতাধিক অসহায়-দরিদ্র নারী পুরুষের মাঝে উক্ত ঈদ উপহার বিতরণ করেন।
মোহাম্মদ আলী বলেন, প্রতিবছর স্থানীয় লোকজনের মধ্যে নিজের তৌফিক অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। এর ধারাবাহিকতায় এবছরও শতাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিছ, বোরকা বিতরণ করি।
তিনি আরও বলেন, এখানে অনেক মানুষ আছে যারা ঈদের দিন অনেক কষ্ট বুকে নিয়ে দিন কাটায়। তাদের এই দুঃখের সময় একটু পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। আমার এই কার্যক্রম প্রতিবছরই চলমান থাকবে।
ঈদ উপহার পেয়ে কুলছুমা বেগম হাসি মুখে বলেন, ঈদ প্রায় চলেই আসছে, কিন্তু এখনও কোন কাপড় কিনতে পারি নাই। মোহাম্মদ আলী সওদাগর আমাকে একটি শাড়ি দিয়েছে, মনে একটু শান্তি আসছে। ভালো একটি কাপড় পড়ে ঈদ আনন্দ করতে পারবো।
রনি/পক
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত