পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাটিরাঙা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শেভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ফ্রিডম স্কোয়ার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
এর আগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি পরিবেশনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ ডেজী চক্রবর্তী।
এদিকে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা সম্প্রদায় ও বিভিন্ন বয়সী লোকজন ভিড় করতে থাকে উপজেলা পরিষদ চত্বরে।
বর্ষবরণ উৎসবে মাটিরাঙ্গার সহকারী কমিনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী,
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা ছাড়াও পদস্থ বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এর পরপরই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত