খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ধুধুকছড়াবাসীর ১ম মিলনমেলা ২০২৩ উপলক্ষে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় আলোকিত ধুধুকছড়া ফাউন্ডেশন এর আয়োজনে ধুধুকছড়ায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে মঙ্গলাচরণ এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয় এবং তার পর পর অতিথিবৃন্দদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
আলোচনা সভায় এতে আলোকিত ধুধুকছড়া ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সুজেশ চাকমা ( রুহিনি) এর সঞ্চালনায় ও সভাপতি নিটোল মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি মিলনপুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ সত্যানন্দ মহাস্থবির। এই সময় স্বাগত রাখেন শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক সুভাষীস চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক কিরীটি জীবন চাকমা, সাবেক সহকারী শিক্ষক ফনীন্দ্র লালা চাকমা,সংগঠন এর উপদেষ্টা ও বিশিষ্ট মুরব্বি নরোত্তম চাকমা,খাগড়াছড়ি আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, সাবেক জেলা শিক্ষা অফিসার খাগড়াছড়ি সাধন কুমার চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সর্বোত্তম চাকমা,স্থানীয় মুরব্বি শান্তি বিজয় চাকমা।
সংবর্ধিত গুণীজনদের মধ্যে ছিলেন শ্রীমৎ সত্যানন্দ মহাস্থবির অধ্যক্ষ মিলনপুর বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি, মিজ মঙ্গল ময়ী চাকমা সাবেক সহকারী শিক্ষক,ফনীন্দ্র লালা চাকমা সাবেক প্রধান শিক্ষক, নিরুপম চাকমা সাবেক সহকারী শিক্ষক,জুগলেন্দু চাকমা সাবেক সহকারী শিক্ষক, কিরীটি জীবন চাকমা সাবেক প্রধান শিক্ষক, জ্ঞান রঞ্জন চাকমা সাবেক সহকারী শিক্ষক, নিটল মনি চাকমা সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সর্বোত্তম চাকমা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান পানছড়ি খাগড়াছড়ি, ডিভাইন ওয়েলথ চাকমা ৩৮ তম বিসিএস (পররাষ্ট্র),মিজ প্রত্যাশা চাকমা, সহকারী প্রকৌশলী (এলজিইডি)।
সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে ছিলেন প্রফেসর ড. সুধীন কুমার চাকমা সাবেক অধ্যক্ষ খাগড়াছড়ি সরকারি কলেজ, বাবু উ ক্য জেন সবেক যুগ্ন সচিব, গগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান সাবেক অধ্যক্ষ খাগড়াছড়ি সরকারি কলেজ,মিজ শ্রীলা তালুকদার, সাবেক প্রধান শিক্ষক খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,সাধন কুমার চাকমা সাবেক জেলা শিক্ষা অফিসার খাগড়াছড়ি, অরুণ কান্তি চাকমা নির্বাহী পরিচালক, আলো, খাগড়াছড়ি,মথুরা বিকাশ ত্রিপুরা, নির্বাহী পরিচালক, জাবারাং কল্যাণ সমিতি, একুশে পদক প্রাপ্ত লেখক ও গবেষক।
এই অনগ্রসর ধুধুকছড়া এলাকার প্রথম মাস্টার ডিগ্রি পাশ করেন নিটোল মনি চাকমা। এর পরবর্তীতে তার থেকে প্রেরণা ও উৎসাহ পেয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন এবং বাংলাদেশের বড় বড় পর্যায়ে রয়েছেন অনেক জ্ঞানী ও গুণীজন।
মূলত ধুধুকছড়াবাসীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে ও আলোকিত ধুধুকছড়া গডে তোলার লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটে "আলোকিত ধুধুকছড়া ফাউন্ডেশন" নামের সামাজিক ও মানবিক সংগঠনের। এই মহতী উদ্যোগের জন্য আলোচকরা আলোকিত ধুধুকছড়া ফাউন্ডেশন এর নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত