প্রত্যন্ত অঞ্চল করল্লাছড়ি এলাকায় পাহাড়িদের প্রধান ধর্মীয় উৎসব বৈসাবি উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল কাটার, পেন্সিল বক্স, রাবার সহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।
১৩ এপ্রিল (বৃহস্পতিবার) মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, (পিএসসির) পক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করেন, দাঁতকুপিয়া সাব-জোনের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ফেরদৌস আলম। এসময় উপস্থিত ছিলেন, করল্লাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন স্মৃতি তালুকদার।
মহালছড়ি সেনা জোন সূত্র জানায়, পাহাড়ি, বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি সেনা জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এরকম সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকার কারবারির সাথে কথা বলে জানা যায়, মহালছড়ি সেনা জোনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য সেনা জোনের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত