মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলার মার্মা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নেয়। র্যালিতে বর্ণিল পোষাকে পাহাড়ি তরুণ-তরুণী ছাড়াও সব বয়সের হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়।
১৩ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯.০০ঘটিকায় মাষ্টারপাড়া আনন্দ বৌদ্ধ ও রামগড় মহামুনি কেন্দ্রিয় বৌদ্ধ বিহারে উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা মাষ্টার বৌদ্ধ বিহার হতে রামগড়-খাগড়াছড়ি মূল সড়ক প্রদক্ষিণ করে মহামুনি বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী(অপু)। বিশেষ অতিথি হিসেবে,মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম(কামাল),উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মানস চন্দ্র দাস, ওসি মো: মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটির সমাপ্তির পর মহামুনি বৌদ্ধ বিহারে পানি খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম (কামাল)।
এসময় মার্মা জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠন, পাড়া-মহল্লার সব বয়সের নারী পুরুষ ছাড়া ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত