খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মাদিনাতুল উলুম বালক-বালিকা মাদরাসার এতিম শিশুদের মাঝে ইফতার-সাহরীর সামগ্রী বিতরণ করেছেন পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) খাগড়াছড়ি শাখা।
গতকাল বুধবার বিকেলে সাড়ে ৫টায় উপজেলার গচ্ছাবিলস্থ মাদিনাতুল উলুম বালক-বালিকা মাদরাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক,বিপিএম। অতিথি ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী,জেলা পরিষদ সদস্য মো৷.মাঈন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশিক্ষণ ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ও রামগড় সার্কেল মো. নাজিম উদ্দীন, সহকারী পুলিশ সুপার ও মাটিরাংগা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ, সহকারী পুলিশ সুপার ও মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনছারুল করিম, মাদরাসা পরিচালক হাফেজ মাও.
হাফেজ কবির আহমদ ও উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু প্রমূখ।
অনুষ্ঠানে মাদরাসার অর্ধশত এতিম শিক্ষার্থীর জন্য ইফতার ও সাহরী খাদ্য সামগ্রী বিতরণ করাসহ পুলিশ সুপারের যাকাত ফান্ড থেকে মাদরাসা উন্নয়নে ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
পরে থানা মিলনায়তনে উপজেলার সকল জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, ইমাম ও সাংবাদিকদের নিয়ে ইফতারে মিলিত হন পুনাক পরিবার ও অতিথিরা।
এম/এস