খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়িতে পবিত্র মাহে রমজান ও বৈসাবি উৎসব উপলক্ষে দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।
১২ এপ্রিল (বুধবার) দাতকুপিয়া ক্যাম্পের আওতাধীন রাঙ্গাপানি ছড়া ও কেয়াংঘাট গুচ্ছগ্রাম এলাকায় এবং বিজিতলা ক্যাম্পের আওতাধীন গুগরাছরি, লেমুছরি, গামারিঢালা, নোয়াপাড়া, বাহাদুরপাড়া, নুনছড়ি ও গুরগুজ্জাছরি এলাকায় শতাধিক স্থানীয় বাঙালি ও পাহাড়ি জনগণের মাঝে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ , আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মহালছড়ি সেনা জোন কতৃক জানাযায়, রমজান ও বৈসাবি উৎসবের মাঝে আনন্দ ও ত্যাগের মহিমা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস।
উপহার সামগ্রী পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং তারা সকলেই বাংলাদেশ সেনাবাহিনী তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত