বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটেলিয়ন (৫৭ বি,জি,বি) কতৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বি,জি,বি মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় আজ ১১ই এপ্রিল, মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় আলীকদম ব্যাটেলিয়ন (৫৭ বি,জি,বি) এর ব্যবস্থাপনায় আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন ব্যাটেলিয়ন সদর এলাকায় ৪০০ জন মুসলিম নর-নারীর মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটেলিয়ন (৫৭ বি,জি,বি)এর অধিনায়ক লে: কর্ণেল জনাব শহিদুল ইসলাম পি,এস,সি।
এসময় আরো উপস্থিত ছিলেন ৫৭ বি,জি,বি এর সহকারী পরিচালক জনাব মো: আব্দুল বাছিত এবং জুনিয়র কর্মকর্তাগণ ও বিভিন্ন পদবীর সৈনিক বৃন্দ।
আলীকদম ব্যাটেলিয়ন এর অধিনায়ক বলেন, প্রতিষ্ঠার পর থেকে ৫৭ বি,জি,বি দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জনকল্যাণ মুলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের উপর আস্থা রেখে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের অসহায়, হতদরিদ্র, দুঃস্থ, অনাথ, ছিন্নমূল ও নিন্ম আয়ের মানুষের সাথে ইফতারি ভাগাভাগির মাধ্যমে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে আলীকদম ব্যাটেলিয়ন (৫৭ বি,জি,বি) বদ্ধ পরিকর।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত