যুবদের জলবায়ু ও ট্যুরিজম সম্পর্কে ধারণা দেওয়া এবং ট্যুরিস্টদের জন্য আদর্শ গাইড তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ইয়ুথ নেট এর পক্ষ থেকে বান্দরবান ১ দিনের শীর্ষক প্রশিক্ষন আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষনে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আজ (শনিবার) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১১ ঘটিকা থেকে শুরু হয় এই প্রশিক্ষন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক জনাব রাহনুমা সালাম খান।
এ সময় বক্তারা উপস্থিত প্রশিক্ষণার্থীদির জলবায়ু ও পরিবেশ বান্ধব টেকসই জলবায়ু গঠনের জন্য নানান দিক-নির্দেশনা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি বলেন আমরা পাহাড়ে তামাক চাষ ও জুম চাষের পরিবর্তে বিকল্প কিছু করার পরিকল্পনা করছি। ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে কাজু বাদাম এবং তুলা চাষ দারুন সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে, সুন্দর ও পরিবেশ বান্ধব পর্যটন গঠনে জেলা প্রশাসকের পাশাপাশা তাদেরকেও কাজে লাগানো হবে।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও টি-শার্ট বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক জনাব রাহনুমা সালাম খান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত