কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা জেলায় শুক্রবারে নতুন করে আরও ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৪ জনে।
আজকের রিপোর্টে বুড়িচংয়ে ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৫০ জন হলো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২২ জন, চৌদ্দগ্রামে ৩ জন, বুড়িচংয়ে ৪ জন, আদর্শ সদরে ২ জন, চান্দিনায় ৩ জন, নাঙ্গলকোটে ৬ জন, বরুড়ায় ৩ জন, সদর দক্ষিণে ৩ জন ও লালমাইয়ে ১ জন।
আজকের রিপোর্টে সদর দক্ষিণের ৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৮ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৬৪০ জন, লাকসামে ৩৭২ জন, চান্দিনায় ২৫৮ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২৩৮ জন, বুড়িচংয়ে ২৫৭ জন, মনোহরগঞ্জে ১৭৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৬ জন, নাঙ্গলকোটে ৩৭৬ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৭২ জন, লালমাইয়ে ১০৩ জন, চৌদ্দগ্রামে ৫২১ জন, আদর্শ সদরে ১৯৬ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৭ হাজার ৮০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৬ হাজার ১১৩ জনের। এর মধ্যে ৫ হাজার ৭৭৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫০ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ২৮৬ জন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত