রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমান অবৈধ গোল কাঠ আটক করা হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) আনুমানিক সকাল ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের একটি বিশেষ টহল দল এবং কাঠালতলী ক্যাম্পের এপিবিএন এর সদস্যসহ রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকার ঠেকাপাড়া বউবাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বউবাজারে অবৈধভাবে স্থাপিত মোঃ বেলাল হোসেন (৩০) এর ‘স’ মিলের সামনে কাঠগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত স্থান হতে আসামী বিহীন পরিত্যক্ত অবস্থায় ২৫১ সিএফটি সেগুন এবং গামারী গোল কাঠ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩,৭৬,৫০০/- (তিন লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা। উক্ত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত