জানা যায়, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সাকিবের এ সিদ্ধান্ত। তবে বিষয়টি নিয়ে এতদিন নীরবই থেকেছেন সাকিব। আজ (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর অবশেষে মুখ খুললেন তিনি।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাকিব জানালেন, পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে সাকিব এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধে আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চেয়েছিল কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির তরফে সাকিবকে সেই অনুরোধ জানানো হয়। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।
এদিকে, আইপিএল খেলতে না পারায় মন খারাপ কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। ভারতে খেলতে গেলে ভালো হতো। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।'
এদিকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পরের ম্যাচগুলোতে মোহামেডানের হযে খেলার কথা ছিল সাকিবের। তবে সেখানেও খেলবেন কি না সাকিব সেটা নিয়েও রেখেছেন যথেষ্ট ধোঁয়াশা। কেননা ডিপিএলে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'সময়ই বলে দেবে'।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত