'ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবছরও শুক্রবার বিকালে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব অসহায় প্রায় ৩০ পরিবারের মাঝে চিড়া, খেজুর, ছোলা, বুট, সেমাই ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি হাজারীগঞ্জ ইউনিয়নের এক অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য এবং অসহায় এক বৃদ্ধার চোখের চিকিৎসার জন্য তাদের দুইজনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ওই সংগঠনটি।
নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান নাগর, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, মিডিয়া সম্পাদক এইচ এম নোমান, সদস্য মো. সোহেল সহ প্রমুখ।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বলেন, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে দুস্থ, গরিব ও অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, এবং মানুষের কল্যাণে সব ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানান তিনি।
দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, তাদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানান সুবিধাভোগীরা।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত