গত ৪ এপ্রিল ২০২৩ ইং তারিখে সকালে কাপ্তাই উপজেলার ১০০ নং ওয়া্গগা মৌজার ৫ নংওয়াগ্গা ইউনিয়ন শীল ৯ নং ওয়াডের হাজিটেক এলাকায় রমজান আলীর বসত ভুমিতে ঘটে এ ঘটনা।
রমজান আলী জানান, কিছু দিন পুর্বে জায়গা দাবি করে একটি মিথ্যা মামলা দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাঙ্গামাটির আদালতে হয়রানি করে। দীর্ঘ শুনানাীর পর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামলা টিকে খারিজ করে দেয়। যার রায় রমজান আলীর পক্ষে আসে। পরে রমজান আলী চৌহদী মুলে বসতভুমি রক্ষার জন্য বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ রাঙ্গামাটির আদালতে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন প্রতিপক্ষ গংদের বিরুদ্ধে। যার দেওয়ানী মামলা নং ৩৪/২২। বিবাদী গং জোর-পুর্বক আদালতের বিনা অনুমতিতে ঘেড়া বেড়া দিয়ে অবৈধ জবর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি আরো জানায়, বিবাদীরা আদালতের বিচারাধীন জায়গায় আদালতের অনুমতি ছাড়া অবৈধভাবে গাছ, বাঁশ কেটে নিয়ে যাচ্ছে।
বতমানে প্রতিবন্ধী পরিবারটি এখন নিরাপত্তা হীন। তারা সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিকট সহযোগিতার প্রার্থনা করেছে। রমজান আলীর প্রতিবন্ধী ছেলেটির নাম আশরাফ আলী সে একজন কনফুলি কলেজের ছাত্র। বিবাদী গনের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতিচলছে বলে ক্ষতি গ্রস্ত রমজান আলী জানান।
প্রতিবেদক বিষয় টি জানার জন্য শীল ছড়ি এলাকায় গিয়ে প্রতিপক্ষের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত