সারাদেশে বিজিবি কর্তৃক দুস্থ ও দরিদ্রদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণের কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবে খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৫ই এপ্রিল বিকাল ০৫.০০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম,পিএসসি জি+ এর পক্ষ থেকে রামগড় পৌরসভার তৈচালাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী( প্রতি খেজুর, ছোলা ভুনা, মুড়ি, পিয়াজু, মাম পানি, জিলাপী)তুলে দেন ৪৩ বিজিবির ইন্ট অফিসার মোঃ জাহানুর ইসলাম।
এ সময় তিনি বলেন, পাহাড়ে সম্প্রীতি অটুট রাখতে ৪৩ বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সবসময় অসহায় মানুষদের পাশে আছে এবং থাকবে। পবিত্র মাহে রমজান জুড়ে ৪৩ বিজিবি রামগড় জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী বিতরণকালে রামগড় জোন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত