সনাতন ধর্মাম্বলীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদ উপজেলা শাখার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে ধূতি, শাড়ী বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মানিকছড়ি বাজারস্থ শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রিয় কালী মন্দির ও সন্ধ্যায় তিনটহরী দূর্গাবাড়ী পূজামন্ডপ এবং উপজেলার দক্ষিণ একসত্যাপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সনাতন ধর্মাম্বলী হত-দরিদ্র ২শ জনের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু রুপেন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ এর প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক সজল বরণ সেন, উপদেষ্টা প্রকৌশলী কেশব লাল দে, অজিত কুমার নাথ, সহ সভাপতি রতন কান্তি দে, সাধারণ সম্পাদক ও উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডাঃ অমর কান্তি দত্ত, সনাতন নেতা ও রাজশ্যামা কালী মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন কমিটির সভাপতি তুষার পাল, সাধারণ সম্পাদক বাদল কান্তি সেন, সনাতন নেতা রুপেশ মল্লিকসহ সনাতন সমাজ কল্যাণ পরিষদ নেতৃব্ন্দ। সন্ধ্যায় তিনটহরী দুর্গা মন্দিরে বস্ত্র বিতরণ অন্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন দে, সাধারণ সম্পাদক কেশব চন্দ্র নাথ ও ডাক্তার দীলিপ কুমার নাথ, প্রবীণ ব্যক্তিত্ব রাখাল চন্দ্র নাথ, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মো. নুরুল ইসলাম এবং সবশেষে একসত্যাপাড়া দুর্গা মন্দিরে বস্ত্র বিতরণ অন্য অতিথির মধ্যে ছিলেন, পূজা উদযাপন কমিটির সভাপতি বাহাদুর কর্মকার, সাধারণ সম্পাদক রাজীব কুমার নাথ, মানিকছড়ি থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহদী হাসান ও সনাতন নেতা বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র নাথ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম যার যার, উৎসব সবার ব্যক্ত করে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত