ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয় সংশ্লিষ্ট ভিত্তিহীন গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
০১ এপ্রিল শনিবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা জানান,সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রামগড়ের স্থানীয় কিছু গ্রুপে ছদ্মনাম ব্যবহার করে বিদ্যালয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিয়ে যাচ্ছে একটি চক্র।কোচিং বাণিজ্য,অতিরিক্ত পরীক্ষার ফি আদায় এবং মেয়েদের পর্দা করার বিষয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে।বিদ্যালয়ের সুনাম প্রশ্নবিদ্ধ করতে এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসমস্ত গুজব ছড়াচ্ছে বলে তিনি বলেন।তিনি আরো জানান,এই চক্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা বলেন, রুমানা ইসলাম এবং নিজেকে নবম শ্রেণীর ছাত্রী দাবি করে বিদ্যালয়ের বিরুদ্ধ প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে একটি আইডি থেকে।কিন্তুু এই নামে নবম শ্রেণীতে কোন শিক্ষার্থী নেয়।তিনি আরো জানান,শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা ও অভিভাবকদের সম্মতি ক্রমে কোচিং করানো হয়।এবং তা খুব সীমিত ফি নিয়ে।এখানে কোন শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করা হয়না।তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন,শতভাগ ধর্মীয় নীতিমালা মেনে সব ধর্মের এবং জাতির শিক্ষার্থী নিয়মিত ক্লাস করেন।
এসময় সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সকল শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রনি/
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত