সারাদেশের ন্যায় বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বান্দরবান জেলা বিএনপি।
শনিবার (১ এপ্রিল) দুপুরে বান্দরবান বাজার এলাকার ২নং গলিতে এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি শ্রমিক বিষয়ক সম্পাদক এ.এম. নাজিম উদ্দিন।
জেলা বিএনপি সভাপতি মাম্যাচিং সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
এদিকে জেলা বিএনপির অপর গ্রুপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি নেতৃত্বের শহরে চৌধুরী মার্কেট সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এবং ১০ দফা ও তত্ত্বাবধায়ক সরকার আদায় করবেন। তাছাড়া বর্তমান সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সীমাহীন বেড়ে যাওয়ায় গরিব মানুষ নিশ্বাস নিতে পারছে না। বাজারে গেলে মানুষের চোঁখে কান্না ছাড়া কিছু নেই। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে নার্ভিশ্বাসের সৃষ্টি হয়েছে। বাংলার মাটিতে তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না, আমরা হতে দিবো না। এর ফয়সালা রাজপথেই হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে জেলা বিএনপির সহ- সভাপতি লুসাইমং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নরুল ইসলাম, সদর উপজেলা সদস্য সচিব চনুমং, যুবদলের সভাপতি মাসুম সহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রনি/
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত