ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লামা শাখার আয়োজনে সার্বজনীন কল্যাণে মাহে রমজানে শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ শে মার্চ) লামা শাখার ২য় তলায় এই ইফতার মাফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। ইসলামী ব্যাংক লামা শাখার ম্যানেজার মোঃ মুনিরুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লামা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুল হক। তিনি ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন।
ইসলামী ব্যাংক লামা শাখার কর্মকর্তা মোঃ ওসমান এর সঞ্চালনায বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক সহ কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিরা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরী‘আহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সর্বোচ্চ আমানত ও বিনেয়োগ নিয়ে ৪০ বছরে পদার্পণ করেছে।দেশের এক তৃতীয়াংশ বৈদেশিক রেমিট্যান্স আহরণকারী এই ব্যাংক বিগত ৩৯ বছরে দেশের আমদানি-রফতানি বাণিজ্য এবং এসএমই বিনিয়োগে সর্বোচ্চ অর্থায়ন করেছে। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবাসহ ৬ হাজারের বেশি ইউনিট নিয়ে সারাদেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে জাতীয় উন্নয়নের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে এ ব্যাংক।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত