• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

গোমতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপকরন বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান

স্টাফ রির্পোটারঃ / ৩২৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরন বিতরন করেছেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন। একই সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গার গোমতির ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন।

এ সময় ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নিজস্ব অর্থায়নে পোশাক বিতরণ করেন।

সততা স্টোরের মাধ্যমে শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে উঠবে মন্তব্য করে গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা থাকা জরুরি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষর্থীদের মন দিয়ে পড়াশুনা করার তাগিদ দেন তিনি।

পরে গোমতী আইডিয়াল স্কুল এন্ড কলেজের জন্য নিজস্ব অর্থায়নে ১৫ জোড়া বেঞ্চ প্রদান করেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আমিরুল হাসান, ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, ইউপি সদস্য মিলন ত্রিপুরা ও ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রনজিত ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ